বুধবার, ১১ জুন, ২০২৫

করোনা: সভা-সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত আসছে

করোনা: সভা-সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত আসছে

দেশে ফের করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১১ জুন) অধিদফতরের মহাপরিচালক ডা. আবু জাফর এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, রাজনৈতিক দলগুলো যেন সভা-সমাবেশ থেকে বিরত থাকে। একইসঙ্গে সাধারণ মানুষকেও সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, করোনার সংক্রমণ আবারও বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। পুরনো অভ্যাস— যেমন মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও তিনি মনে করিয়ে দেন।
এই পরিস্থিতিতে আগামী এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া হবে, সে বিষয়ে আলোচনা চলছে বলেও জানান মহাপরিচালক। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।
ডা. আবু জাফর বলেন, করোনার টিকাদান কার্যক্রম এখনো চালু আছে। যারা ১৮ বছরের বেশি, বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী, ষাটোর্ধ্ব নাগরিক ও যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম— তারা যেন দ্রুত বুস্টার ডোজ নিয়ে নেন।
তিনি জানান, দেশের বিভিন্ন টিকাকেন্দ্রে গিয়েই এই ডোজ নেওয়া যাবে।
সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আরও নির্দেশনা দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

শুক্রবার, ২৬ জুন, ২০২০

খুব করে আঁকড়ে ধরে বাঁচুক...

খুব করে আঁকড়ে ধরে বাঁচুক...

সবাই তো চায় এক জীবনে হঠাৎ
হুড়মুড়িয়ে কেউ একজন আসুক,
বিয়ে হবে কি না অনিশ্চিত জেনেও
তুমুলভাবে প্রেম জমে উঠুক।
আবার বিচ্ছেদ জ্বালার ভয়ে
খুব করে আঁকড়ে ধরে বাঁচুক...!

কেউ একজন আসুক

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

মেয়েরা এই ক্রিম গুলো থেকে সাবধান থাকুন

মেয়েরা এই ক্রিম গুলো থেকে সাবধান থাকুন

শেয়ার করে প্রিয়জনদের রক্ষা করুন! 

৮টি ক্রিমে মার্কারি ও হাইড্রোকুইনোন-এর মতো ক্ষতিকর উপাদান মাত্রাতিরিক্ত পরিমাণে পাওয়া গেছে যা চর্মরোগসহ ত্বকের বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে। এই ক্রিমগুলো হলো:

১. গোরী,
২. চাঁদনি,
৩. ডিউ,
৪. গোল্ডেন পার্ল,
৫. ফাইজা,
৬. নিউ ফেস,
৭. নূর,
৮. হোয়াইট পার্ল প্লাস


বিএসটিআই এইসব ক্রিম বিক্রি-বিতরণ বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং সকলকে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করেছে। অন্যথায় আমদানিকারক/ সরবরাহকারী/ বিক্রেতাদের (অনলাইন-সহ) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার, ১২ জুন, ২০২০

আমি চাই খোলা আকাশের নিচে এক টুকরো প্রনয়ণ

আমি চাই খোলা আকাশের নিচে এক টুকরো প্রনয়ণ

আমি চাই খোলা আকাশের নিচে এক টুকরো প্রনয়ণ। যেখানে অনুভুতি প্রকাশ করতে মুঠোফোনের সাহায্য নিতে হয় না!'🌸❤️

আমার অনেকগুলাে ছোট ছোট চাওয়া পাওয়া আছে আমার ভালোবাসার মানুষের কাছে😌আমি চাই অনেক যত্নে ভালোবেসে সে আমার চাওয়া পাওয়া গুলো পূরণ করুক😍

আমি চাই আমার প্রিয়জনের সাথে খোলা আকাশের নিচে বসে তার কাঁধে মাথা রেখে অনেক গল্প করতে🥰
কোনো এক বৃষ্টির দিনে দুজনে হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে🤗
কোনো এক জ্যোৎস্না রাতে দুজনে মিলে চাঁদ দেখতে দেখতে অনেক গল্প করতে☺️

শুধু এইটুকুই আমার চাওয়া তোমার কাছ থেকে প্রিয়,,,,,কি পারবে না আমার চাওয়া গুলো তোমার ভালোবাসা দিয়ে পূরণ করতে❤️

মুঠোফোনে তো অনেক কথা অনেক গল্প হয়,,,,,আমি চাই তোমার পাশে বসে হাতে হাত,,কাঁধে মাথা রেখে আমার মনের সব অনুভূতি প্রকাশ করতে😊,,,,,,,,

মুঠোফোনে আর কতো হোক না এবার পাশাপাশি বসে হাত হাত রেখে কথা বলা🖤
লেখা:Suraiya Sheikh

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

সত্যিকারের ভালোবাসা পরিপূর্ণ হতে অনেক সময় লাগে 💔

সত্যিকারের ভালোবাসা পরিপূর্ণ হতে অনেক সময় লাগে 💔

↫↡↬
__ তোমায় হয়তো কখনো ভুলতে পারবো না😞
Love you always
__ কিন্তু আর কখনো বিরক্ত করবো না 👦💔
সুযোগে সৎ ব্যবহার না করাই শ্রেয়

সুযোগে সৎ ব্যবহার না করাই শ্রেয়

সুযোগ পেলেও কাউকে অবহেলা করবেন না 😞
হতে পারে একদিন তার দেয়া অবহেলা আপনিও সইতে পারবেন না 💔

Love you always