শুক্রবার, ২৬ জুন, ২০২০

খুব করে আঁকড়ে ধরে বাঁচুক...

সবাই তো চায় এক জীবনে হঠাৎ
হুড়মুড়িয়ে কেউ একজন আসুক,
বিয়ে হবে কি না অনিশ্চিত জেনেও
তুমুলভাবে প্রেম জমে উঠুক।
আবার বিচ্ছেদ জ্বালার ভয়ে
খুব করে আঁকড়ে ধরে বাঁচুক...!

কেউ একজন আসুক

পোস্টটি শেয়ার করুন:

0 Please Share a Your Opinion.: