শুক্রবার, ১২ জুন, ২০২০

আমি চাই খোলা আকাশের নিচে এক টুকরো প্রনয়ণ

আমি চাই খোলা আকাশের নিচে এক টুকরো প্রনয়ণ। যেখানে অনুভুতি প্রকাশ করতে মুঠোফোনের সাহায্য নিতে হয় না!'🌸❤️

আমার অনেকগুলাে ছোট ছোট চাওয়া পাওয়া আছে আমার ভালোবাসার মানুষের কাছে😌আমি চাই অনেক যত্নে ভালোবেসে সে আমার চাওয়া পাওয়া গুলো পূরণ করুক😍

আমি চাই আমার প্রিয়জনের সাথে খোলা আকাশের নিচে বসে তার কাঁধে মাথা রেখে অনেক গল্প করতে🥰
কোনো এক বৃষ্টির দিনে দুজনে হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে🤗
কোনো এক জ্যোৎস্না রাতে দুজনে মিলে চাঁদ দেখতে দেখতে অনেক গল্প করতে☺️

শুধু এইটুকুই আমার চাওয়া তোমার কাছ থেকে প্রিয়,,,,,কি পারবে না আমার চাওয়া গুলো তোমার ভালোবাসা দিয়ে পূরণ করতে❤️

মুঠোফোনে তো অনেক কথা অনেক গল্প হয়,,,,,আমি চাই তোমার পাশে বসে হাতে হাত,,কাঁধে মাথা রেখে আমার মনের সব অনুভূতি প্রকাশ করতে😊,,,,,,,,

মুঠোফোনে আর কতো হোক না এবার পাশাপাশি বসে হাত হাত রেখে কথা বলা🖤
লেখা:Suraiya Sheikh

পোস্টটি শেয়ার করুন:

0 Please Share a Your Opinion.: