৮টি ক্রিমে মার্কারি ও হাইড্রোকুইনোন-এর মতো ক্ষতিকর উপাদান মাত্রাতিরিক্ত পরিমাণে পাওয়া গেছে যা চর্মরোগসহ ত্বকের বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে। এই ক্রিমগুলো হলো:
১. গোরী,
২. চাঁদনি,
৩. ডিউ,
৪. গোল্ডেন পার্ল,
৫. ফাইজা,
৬. নিউ ফেস,
৭. নূর,
৮. হোয়াইট পার্ল প্লাস
বিএসটিআই এইসব ক্রিম বিক্রি-বিতরণ বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং সকলকে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করেছে। অন্যথায় আমদানিকারক/ সরবরাহকারী/ বিক্রেতাদের (অনলাইন-সহ) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Please Share a Your Opinion.: